ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আজ পৌর ভোটের প্রস্তুতিতে ইসির বৈঠক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক হবে।

ইসি সচিবালয় সূত্র আভাস মিলছে, এই বৈঠকে পৌরভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারে। 

ইসির কর্মকর্তারা বলছেন, একই দিনে দেশের দুই শতাধিক পৌরসভায় ভোট করার পরিকল্পনা রয়েছে। চলতি নভেম্বরের মাঝামাঝিতে প্রথম ধাপের তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ নাগাদ ভোট গ্রহণ এবং দ্বিতীয় ধাপে ডিসেম্বরের শেষে তফসিল দিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভোট করার পরিকল্পনা রয়েছে তাদের।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি